কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার বিচার শুরু

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:১৪

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিচার শুক্রবার থেকে কিনশাসায় শুরু হবে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার আদালতের এক নথি অনুসারে এ তথ্য জানা গেছে। 

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অভিযোগপত্রে বলা হয়েছে, একটি সামরিক আদালত কাবিলার বিরুদ্ধে এম ২৩ সরকার বিরোধী মিলিশিয়ার প্রতি তার কথিত সমর্থনের সাথে জড়িত হত্যা, রাষ্ট্রদ্রোহ ও নির্যাতনের অভিযোগের শুনানি করবে।

অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে ‘বিদ্রোহ আন্দোলনে অংশ নেওয়া’, ‘মানবতার শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরা’ এবং ‘গোমা শহরের জোরপূর্বক দখল’।

কাবিলা মে মাসে গোমায় পৌঁছেন, এর আগে জানুয়ারিতে এম ২৩ তাদের দখলে নেয় এবং জুলাই মাসে সরকার স্থায়ী যুদ্ধবিরতি চাওয়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করে।

প্রেসিডেন্ট হিসেবে তার উত্তরসূরী ফেলিক্স শিসেকেদি অভিযোগ করেছেন যে কাবিলা সশস্ত্র গোষ্ঠীর পেছনের মস্তিস্ক, যারা রুয়ান্ডার সহায়তায় সম্পদ সমৃদ্ধ কঙ্গোলিজ পূর্বের একাংশ দখল করেছে।

৫৪ বছর বয়সী কাবিলা ২০০১ সালে তার বাবা লরেন্ট কাবিলার হত্যার পর ক্ষমতা গ্রহণ করেন এবং ২০২৩ সালে দেশ ছেড়ে যাওয়ার আগে ২০১৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন।

তিনি তার উত্তরসূরি সরকারকে ‘একনায়কতন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন এবং শিসেকেদিকে পদ থেকে অপসারণের চেষ্টার মামলায় একজন সাক্ষী তাকে অভিযুক্ত করেছেন।

কাবিলা মামলাটিকে ‘স্বেচ্ছাচারী’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং আদালতকে ‘নিপীড়নের হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০