খরা-কবলিত ইরাকে তীব্র পানি-সংকট : শত শত মানুষের বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৩০

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : মধ্য ইরাকের বাবেল প্রদেশে ভয়াবহ খরতাপের কারণে সৃষ্ট তীব্র পানি-সংকটকে কেন্দ্র করে শুক্রবার শত শত ইরাকি নাগরিক বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছেন এএফপির একজন সংবাদদাতা।

ইরাকের হিল্লা থেকে এএফপি জানায়, ৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার ইরাক জলবায়ু পরিবর্তনের প্রবল প্রভাবে ক্ষতিগ্রস্ত। দেশটি বছরজুড়ে খরা, ধারাবাহিক তাপমাত্রা বৃদ্ধি এবং নদীর পানিপ্রবাহ হ্রাসের মুখোমুখি হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ইরান ও তুরস্কে নির্মিত উজানের বাঁধগুলোকেও দায়ী করা হয়েছে, যেগুলো প্রাচীনকাল থেকে ইরাককে সেচ সুবিধা দেওয়া শক্তিশালী ফোরাত ও দজলা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।

হিল্লা শহরের নিকটবর্তী আল-মাজরিয়েহ গ্রামে ৩০০-এর বেশি ক্ষুব্ধ বিক্ষোভকারী সরকারের প্রতি দীর্ঘমেয়াদি পানির সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর একদিন আগেই পুলিশ একই দাবিতে হওয়া আরেকটি বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।

৬৬ বছর বয়সী বিক্ষোভকারী সাদুন আল-শাম্মারি বলেন, ‘আমরা ৩৫ দিন ধরে পানি পাচ্ছি না, অথচ এর আগেও দীর্ঘদিন ধরে সংকট চলছে।’

আরেক বিক্ষোভকারী, ৩৫ বছর বয়সী কাহতান হুসেইন বলেন, ‘এটি আমাদের মৌলিক অধিকার, আমরা এর বেশি কিছু চাই না।’

তিনি বলেন, ‘আমাদের কোনো পানি নেই, পাইপলাইন পুরোপুরি শুকিয়ে গেছে।’

ইরাকের পানি সম্পদ মন্ত্রণালয় বলেছে, ‘চলতি বছর ১৯৩৩ সালের পর থেকে অন্যতম শুষ্ক বছর।’

তারা আরও জানায়, বর্তমানে দেশটির পানির রিজার্ভ ক্ষমতার মাত্র ৮ শতাংশ ধরে রাখা সম্ভব হচ্ছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, উজানের দেশগুলোর সহযোগিতার অভাব এবং পানির প্রবাহে অব্যাহত হ্রাস সংকটকে আরও গভীরতর করবে এবং দেশের পানির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

মে মাসে মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ শামাল এএফপিকে জানান, এবারের খরার মৌসুমে দেশটির পানির মজুত ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

দক্ষিণ ইরাকের দিওয়ানিয়া প্রদেশেও বহু গ্রামে পানির সংকট বহু বছর ধরে চলমান। সেখানে সম্প্রতি স্থানীয়রা আবারও বিক্ষোভে নেমেছেন। তারা সরকারকে আহ্বান জানিয়েছেন যেন খাওয়ার পানি এবং কৃষিকাজ উভয়ের জন্য প্রয়োজনীয় পানির ঘাটতি দূর করা হয়।

পানির অভাবে বহু কৃষক তাদের জমি পরিত্যাগ করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর পদক্ষেপ হিসেবে কৃষিকাজে পানি ব্যবহার ব্যাপকভাবে সীমিত করেছে, যাতে করে খাওয়ার পানির সংস্থান রক্ষা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০