ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানে ক্ষতিগ্রস্ত মেক্সিকানদের সহায়তায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে লটারি চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।
মেক্সিকো সিটি থেকে এএফপি এই খবর জানায়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই লটারি আমাদের প্রবাসী ভাই ও বোনদেরকে উৎসর্গ করা হয়েছে।’
তিনি জানান, লটারির পুরস্কার বাবদ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকান অভিবাসীদের সহায়তায় খরচ করা হবে। দেশটির বিভিন্ন কনস্যুলেটের মাধ্যমে এই সহায়তা করা হবে।
লটারির টিকিটে আঁকা আছে একটি হৃদয়চিহ্ন, যেটিকে ঘিরে আছে ভুট্টার শীষ ও আগাভে গাছের ছাপ। তার নিচে লেখা ‘মেক্সিকো উইথ অ্যান এম ফর মাইগ্রান্ট’ (অভিবাসীদের জন্য মেক্সিকো)।
পুরস্কারের মোট অর্থ প্রায় ৪২৫ মিলিয়ন পেসো (২৩ মিলিয়ন ডলার)। লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর, যেদিন মেক্সিকো ১৮১০ সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের শুরুর দিনকে উদযাপন করে।
প্রেসিডেন্ট শেইনবাউম আরও জানান, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রায় ৭৫ হাজার মেক্সিকান যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরেছেন।
তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে পরিচালিত অভিযানের কঠোর সমালোচনা করেছেন। উল্লেখ্য, ওই শহরে বিশাল একটি মেক্সিকান জনগোষ্ঠী বসবাস করে।
ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কঠোর অভিবাসন নীতির বাস্তবায়ন শুরু করেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ মেক্সিকান বসবাস করছেন।