তুরস্কে সাড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:২২

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : তুরস্কের পরিবেশ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে আবহাওয়াবিদরা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রেকর্ড করেছেন। যা একটি জাতীয় রেকর্ড। 

ইস্তাম্বুল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

ইস্তাম্বুলের পরিবেশ মন্ত্রণালয় মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে যে শুক্রবার সিলোপিতে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সারা দেশে ১৩২টি আবহাওয়া কেন্দ্র জুলাই মাসের জন্য রেকর্ড তাপমাত্রা রেকর্ড করেছে।

সিরনাক প্রদেশের সিলোপি, ইরাক ও সিরিয়ার সাথে তুরস্কের সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে অবস্থিত।

২০২৩ সালের আগস্টে তাপমাত্রার পূর্ববর্তী রেকর্ড ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটি বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে আগুনের সাথে লড়াই করছে। উত্তর কারাবুক প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চার দিন ধরে লড়াই করছে, যার ফলে বেশ কয়েকজন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার, এসকিসেহির প্রদেশে আগুন লাগার ঘটনায় ১০ জন মারা গেছেন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় কিছু কর্তৃপক্ষকে পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপে বাধ্য করেছে। এর মধ্যে রয়েছে তুরস্কের পশ্চিম উপকূলের ইজমিরের কাছে অবস্থিত সমুদ্রতটের পর্যটন শহর চেশমেও।

প্রতিবেশী গ্রিসও তাপপ্রবাহের শিকার হচ্ছে। তার দেশের বেশ কয়েকটি অংশে আগুনের সাথে লড়াই করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তৃতীয় দফা শুল্ক আলোচনার জন্য আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল 
সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগ দুর্নীতির অভিযোগে খুকৃবি উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
১০