গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৫৬

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): গাজায় অনাহারে ভোগা বেসামরিক জনগণকে জরুরি সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

ফ্রাঙ্কফুর্ট থেকে এএফপি জানায়, জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়, চ্যান্সেলর মের্ৎস ‘গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।’ পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ‘গাজার অনাহারক্লিষ্ট বেসামরিক জনগণকে এখনই জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। এই সহায়তা যেন দ্রুত, নিরাপদ ও প্রয়োজন অনুযায়ী পরিমাণে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।’

আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরাইল রোববার গাজার কিছু অংশে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে যে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থাকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিরাপদ স্থলপথে সহায়তা পাঠাতে দেওয়া হবে।

এর আগে বুধবার ১০০টিরও বেশি ত্রাণ সংস্থা ও অধিকার সংগঠন সতর্ক করে জানিয়েছিল যে গাজায় ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০