গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৫৬

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): গাজায় অনাহারে ভোগা বেসামরিক জনগণকে জরুরি সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

ফ্রাঙ্কফুর্ট থেকে এএফপি জানায়, জার্মান সরকারের এক বিবৃতিতে বলা হয়, চ্যান্সেলর মের্ৎস ‘গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।’ পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ‘গাজার অনাহারক্লিষ্ট বেসামরিক জনগণকে এখনই জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। এই সহায়তা যেন দ্রুত, নিরাপদ ও প্রয়োজন অনুযায়ী পরিমাণে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।’

আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরাইল রোববার গাজার কিছু অংশে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে যে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থাকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিরাপদ স্থলপথে সহায়তা পাঠাতে দেওয়া হবে।

এর আগে বুধবার ১০০টিরও বেশি ত্রাণ সংস্থা ও অধিকার সংগঠন সতর্ক করে জানিয়েছিল যে গাজায় ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০