ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া রোববার ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের শহরগুলোতে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রাশিয়ার এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনের বেশ কয়েকজন লোক নিহত হয়েছে।
ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে জানিয়েছে, রোববার বিকেলে ইউক্রেনের বেসামরিক লোক বহনকারী একটি বাসে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে।
এতে আরো বলা হয়, এই হামলায় তিন নারী নিহত হয়েছে। নিহতদের বয়স ৬৬ থেকে ৭৮ বছর।
সম্প্রতি ইউক্রেনও রাশিয়ার ওপর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।
রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে ইউএভি ড্রোনে এক ব্যক্তি নিহত আরো তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে প্রতিপক্ষ ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য চাপ দিচ্ছেন।
কিয়েভ আগস্টের শেষের দিকে আলোচনার প্রস্তাব দিয়েছে।
তবে বৃহস্পতিবার ক্রেমলিন এই ধরণের কোনও বৈঠক আসন্ন হওয়ার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে।
আলোচনার টেবিলে উভয় পক্ষেরই সম্পূর্ণ ভিন্ন অবস্থান রয়েছে। ইউক্রেন রাশিয়াকে সাম্প্রতিক আলোচনায় কেবল নিম্নস্তরের কর্মকর্তাদের পাঠানোর অভিযোগ করেছে, যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।
রাশিয়া ইউক্রেনের প্রতি চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে, যেগুলো মস্কো দাবি করেছে যে তারা সংযুক্ত করেছে।
এই দাবিকে কিয়েভ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।
এদিকে ইউক্রেন রাশিয়ার আক্রমণ মোকাবিলায় আরো অস্ত্র পাঠানোর জন্য তার পশ্চিমা সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে।