গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি সিসির বিশেষ আহ্বান

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২০:৩৫

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার একটি টেলিভিশন ভাষণে গাজায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলামান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

কায়রো থেকে এএফপি জানায়, তিনি বলেন, ‘এই যুদ্ধ থামাতে, সাহায্য পৌঁছে দিতে এবং এই দুর্ভোগের অবসান ঘটাতে একমাত্র সক্ষম ব্যক্তি হলেন ট্রাম্প।’

সিসি তার ভাষণে আরও বলেন, ‘তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি- দয়া করে যুদ্ধ থামাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করুন।’

সিসির সরকার গাজা সীমান্তে অবস্থিত মিশরের সিনাই উপদ্বীপ হয়ে ত্রাণ পৌঁছানো ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে আসছে।

এদিকে ট্রাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় দোহায় হওয়া আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ‘এখনও সম্ভব’।

জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা সতর্ক করেছে যে গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে।

আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায়, ইসরাইল সম্প্রতি জানিয়েছে যে তারা ধ্বংসপ্রাপ্ত গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দেবে। মে মাসের শেষ পর্যন্ত অঞ্চলটি সম্পূর্ণ অবরুদ্ধ ছিল।

সিসি বলেন, ‘মিশরের অনেকগুলো ত্রাণবাহী ট্রাক রাফা সীমান্তে প্রস্তুত রয়েছে। কিন্তু ত্রাণ প্রবেশ করাতে সমন্বয় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘রাফা সীমান্তের ফিলিস্তিনি পাশে যে পক্ষ অবস্থান করছে, তাদের এই ত্রাণ প্রবেশের পথ খুলে দিতে হবে।’

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় আগে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি পক্ষের নিয়ন্ত্রণে থাকা রাফা সীমান্ত দখল করার পর থেকে রাফা কার্যত বন্ধ রয়েছে। ফলে এখন মিশর থেকে গাজার উদ্দেশে পাঠানো ত্রাণ ইসরাইলের পূর্ব দিকের সীমান্ত দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়, যেখানে ইসরাইলি কর্তৃপক্ষ তল্লাশির পর তা ঢুকতে দেয়।

আরব বিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ এবং অভ্যন্তরীণ চাপের মুখে সিসি বলেন, ‘মিশরের নীতিগত মূল্যবোধ ও জাতীয় দায়িত্ববোধ কখনোই আমাদের গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দিতে দেবে না।’

গত সপ্তাহে লেবানন ও লিবিয়ায় অবস্থিত মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা গাজা অবরোধে মিশরের ভূমিকার সমালোচনা করে এবং অবরুদ্ধ রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০