ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৪৮

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় এক জন নিহত হয়েছে।
ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্ননের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ইউক্রেন অস্ট্রোভস্কি এলাকায় একটি গাড়িতে হামলা চালিয়েছে। ওই হামলায় গাড়ির  চালক নিহত হয়েছেন।  

তিনি আরো বলেন, ইউক্রেন সালস্ক, কামেনস্ক-শাখতিনস্কি, ভলগোডনস্ক, বোকোভস্কি, তারাসোভস্কি ও স্লিউসারসহ বেশ কয়েকটি স্থানকে লক্ষ্য  করে এ হামলা চালানো হয়।

স্লিউসার বলেন, ইউক্রেন সালস্ক স্টেশনে  ড্রোন হামলা চালিয়েছে। ফলে একটি মালবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কিয়েভ রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। 

সপ্তাহান্তে রাশিয়ান সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ডিনিপ্রোপেট্রোভস্কের মালিয়েভকা বসতিকে মুক্ত করেছে। 

এই অঞ্চলের প্রথম গ্রামটি দখল করার কয়েক সপ্তাহ পর রুশ সেনাবাহিনী একথা জানালো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মস্কোকে ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য ‘প্রায় ১০ বা ১২ দিনের’ সময়সীমা কথা বলেছেন, অন্যথায় রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
১০