ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৩:৪৬ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৬:১৫

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে রান্না করার গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। 

ঝাড়খণ্ড রাজ্যের ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসটির পিছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে যাচ্ছিলেন। উপমহাদেশে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে হিন্দুরা মন্দিরে যেয়ে থাকেন।

দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন (শিব) ভক্ত প্রাণ হারিয়েছেন।’

তীর্থযাত্রীরা হিন্দুদের দেবতা শিবকে উৎসর্গ করার জন্য গঙ্গা থেকে পবিত্র জল বা পানি বহন করছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রাণ হারানো ভক্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘ঝাড়খণ্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

সরকারি তথ্য অনুসারে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়।

পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

গত নভেম্বরে, উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস গভীর হিমালয়ের খাদে পড়ে যায়। ফলে কমপক্ষে ৩৬ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
১০