ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৩:৪৬ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৬:১৫

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে রান্না করার গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। 

ঝাড়খণ্ড রাজ্যের ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসটির পিছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে যাচ্ছিলেন। উপমহাদেশে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে হিন্দুরা মন্দিরে যেয়ে থাকেন।

দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন (শিব) ভক্ত প্রাণ হারিয়েছেন।’

তীর্থযাত্রীরা হিন্দুদের দেবতা শিবকে উৎসর্গ করার জন্য গঙ্গা থেকে পবিত্র জল বা পানি বহন করছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রাণ হারানো ভক্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘ঝাড়খণ্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

সরকারি তথ্য অনুসারে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়।

পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

গত নভেম্বরে, উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস গভীর হিমালয়ের খাদে পড়ে যায়। ফলে কমপক্ষে ৩৬ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০