ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করার পর উত্তর-পূর্ব জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের শ্রমিকদের বুধবার সরিয়ে নেওয়া হয়েছে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের অপারেটর এ তথ্য জানিয়েছে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্ল্যান্ট অপারেটর টেপকোর একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সকল কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনও অস্বাভাবিকতা’ পরিলক্ষিত হয়নি।
গত ২০১১ সালে সুনামির আঘাতের পর ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।