ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মঙ্গলবার পেরু সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পেরুভিয়ান নৌবাহিনীর হাইড্রোগ্রাফি এবং নেভিগেশন অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বিশ্লেষণ ও মূল্যায়নের পর পেরুর উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে’ এবং পরিস্থিতি ‘নিরন্তর নজরদারিতে রাখা হবে।’