রাশিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প; সুনামি সতর্কতায় কুরিল দ্বীপপুঞ্জ, জাপান ও ইকুয়েডর

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪৭

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের উপকূলবর্তী এলাকায় বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কামচাটকা অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ জানান, ভূমিকম্পের সময় দুঃখজনকভাবে কয়েকজন আহত হন, তবে তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে। এখন পর্যন্ত গুরুতর কোন আঘাতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর উপকূলবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাশিয়ার কামচাটকা অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও ওই অঞ্চলে বেশ কয়েকটি মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাৎ হানে।

জাপানে সুনামি সতর্কতা ৩ মিটারে উন্নীত: কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। সম্ভাব্য ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের (গ্রিনিচ মান সময় ০১:০০-০২:৩০) মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জরুরি সতর্কতা হিসেবে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

সুনামির আশঙ্কা ইকুয়েডরেও: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরেও তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র।

কেন্দ্রটি জানায়, রাশিয়ার পূর্ব উপকূল ও ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বড় ধরনের সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। 

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা : রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন অঞ্চল কর্তৃপক্ষ উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্প ও সুনামির কারণে ওই এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানায়, আজ (বুধবার) উত্তর কুরিল জেলায় যে ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা হল।

সুনামির কারণে স্থানীয় অবকাঠামো ও বসতি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আরো জানানো হয়, উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিটিটিসিতে ডিজিটাল এভিডেন্স বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
গণচেতনার দলিল ‘জুলাই আন্দোলন’-এর ভিডিও জাদুঘরে প্রেরণ করল সুপ্রিম কোর্ট
নোট অব ডিসেন্ট সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত: অধ্যাপক আলী রীয়াজ
ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৬ বছরের কম বয়সীদের ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া
হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল 
বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা 
১০