ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও দ্বিতীয় প্রান্তিকে ফ্রান্সের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে। এই প্রবৃদ্ধিতে পারিবারিক খরচ বৃদ্ধি পাওয়ার বিষয়টি আংশিকভাবে অবদান রেখেছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটাই জানানো হয়েছে। প্যারিস থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে এপ্রিল থেকে জুনের মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০.৩ শতাংশ, যা প্রথম প্রান্তিকে ছিল ০.১ শতাংশ। ফরাসি জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট ‘আইএনএসইই’ জানিয়েছে, এই প্রবৃদ্ধি বিশ্লেষকদের পূর্বাভাস ০.২ শতাংশের চেয়ে সামান্য বেশি এসেছে।