দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:১৬

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তার আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নাগরিকদের ‘পদ্ধতিগতভাবে নিপীড়ন ও হত্যার’ বিতর্কিত বিষয়গুলো পুনরায় উত্থাপন করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি অন্য কাউকে পাঠাতে পারি। কারণ আমার দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমার অনেক সমস্যা রয়েছে।

তিনি  বলেন, ওখানে কিছু খুব খারাপ নীতি চালু আছে। অনেক মানুষ মারা গেছে। তাই আমার মনে হয় না আমি যাব। আমি যেতে চাই, কিন্তু সম্ভবত যাব না।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিষয়ে মনোযোগ দেন। বিশেষ করে তার তৎকালীন মিত্র এবং দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইলন মাস্কের উত্থাপিত দাবির ভিত্তিতে দেশটির বিরুদ্ধে তিনি শ্বেতাঙ্গ নাগরিকদের পদ্ধতিগত নিপীড়নের অভিযোগ তুলেন।

ওয়াশিংটন চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার একটি ভূমি বাজেয়াপ্তকরণ আইনের বেশ সমালোচনা করেছে। এ আইনের লক্ষ্য ছিল শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের সময়কার বৈষম্য দূর করা।

তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যুক্তরাষ্ট্রের সেই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন, এই আইন ইচ্ছাকৃতভাবে শ্বেতাঙ্গ মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে নয়।

গত মে মাসে হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্প প্রেসিডেন্ট রামাফোসাকে চাপে ফেলেন এবং উপস্থিত সাংবাদিকদের সামনে একটি ভিডিও প্রচার করেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সংখ্যালঘুর ওপর ‘গণহত্যা’ চলছে বলে দাবি করেন।

এই নিপীড়নের অভিযোগ করে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেন। এ শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এছাড়া, চলতি বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত
হেনরির বোলিং তোপে প্রথম দিনই অলআউট জিম্বাবুয়ে
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী
মাদারীপুরে শিক্ষার্থীদের উপর বোমা হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ ও ছাত্রলীগ
ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার
কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আগানগরে উন্মুক্ত ওয়ার্ড সভায় শুনানি অনুষ্ঠিত
নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা
মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ
১০