ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
কুয়ালালামপুর থেকে এএফপি এই খবর জানিয়েছে।
পার্লামেন্টে ভাষণকালে তিনি বলেন, ‘আজ সকাল ৬টা ৫০ মিনিটে (গ্রিনিচ সময় বুধবার রাত ১০টা ৫০ মিনিট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অক্টোবরে অনুষ্ঠেয় ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’
এ সময় আনোয়ার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার সম্ভাব্য ২৫ শতাংশ শুল্ক আরোপ ইস্যুতে একটি চুক্তি হয়েছে। শুক্রবার তা ঘোষণা করা হবে।