ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০ আপডেট: : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজায় হামলা চালিয়ে অথবা আরো ভূখণ্ড দখল করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ইসরাইল থামাতে পারবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার এ কথা বলেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর মাখেঁাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেন, কোনো সামরিক হামলা, জমি দখল বা মানুষকে জোরপূর্বক উচ্ছেদ তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতি থামাতে পারবে না।

এদিকে ফরাসি রাষ্ট্রপ্রধান নিউইয়র্কে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়াকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

মাখোঁর এই হস্তক্ষেপ এমন সময় এসেছে, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল তাদের অভিযান জোরদার করেছে। এই যুদ্ধের কারণে অবরুদ্ধ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটে পড়েছে। এ প্রেক্ষিতে ইসরাইলের ওপরও ক্রমাগত চাপ বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০