ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০ আপডেট: : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজায় হামলা চালিয়ে অথবা আরো ভূখণ্ড দখল করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ইসরাইল থামাতে পারবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার এ কথা বলেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর মাখেঁাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেন, কোনো সামরিক হামলা, জমি দখল বা মানুষকে জোরপূর্বক উচ্ছেদ তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতি থামাতে পারবে না।

এদিকে ফরাসি রাষ্ট্রপ্রধান নিউইয়র্কে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়াকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

মাখোঁর এই হস্তক্ষেপ এমন সময় এসেছে, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল তাদের অভিযান জোরদার করেছে। এই যুদ্ধের কারণে অবরুদ্ধ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটে পড়েছে। এ প্রেক্ষিতে ইসরাইলের ওপরও ক্রমাগত চাপ বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
১০