ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, মাদক চক্রগুলোকে ‘নির্মূল’ করার জন্য যুক্তরাষ্ট্র ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবে।
ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনী গুলি চালানোর পর তিনি একথা বলেন।
মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মেক্সিকো সফরের উদ্দেশ্যে মিয়ামি ত্যাগ করার সময় রুবিও সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের পূর্ণ ক্ষমতা ও পূর্ণ শক্তি ব্যবহার করে এই মাদক চক্রগুলোকে মোকাবিলা করে এগুলোকে নির্মূল করবেন, তারা যেখান থেকেই কাজ করুক না কেন।’
ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন তীব্র সমালোচক রুবিও তার শাসনের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েও থেমে যাননি।
ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে আক্রমণ করবে কি-না জানতে চাইলে রুবিও বলেন, ‘এটি একটি মাদকবিরোধী অভিযান।’