রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  ইউক্রেনের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী পাঁচশ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বুধবার সেখানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

কিয়েভে এএফপি’র সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রাজধানীতে রুশ ড্রোন লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখেছেন। এ হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চীন সফরে ছিলেন। 

একই সময়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের জন্য ইউক্রেনে পৌঁছান বলে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন।

উত্তরাঞ্চলীয় চেরনিগিভ অঞ্চলের প্রধান ভিয়াচেস্লাভ চাউস বলেন, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো মোট ৫০২টি ড্রোন এবং ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আবাসিক বাড়িঘরসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বাহিনী জানায়, ১৪টি স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র ও ৬৯টি আক্রমণাত্মক ড্রোন আঘাত হানে। এছাড়া ১৪টি স্থানে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

কিরোভোগ্রাদ অঞ্চলের কর্মকর্তারা জানান, হামলায় চারজন রেলকর্মী আহত হয়েছেন এবং এক ডজনের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতি রাতেই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০