রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎহীন

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  ইউক্রেনের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী পাঁচশ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বুধবার সেখানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

কিয়েভে এএফপি’র সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রাজধানীতে রুশ ড্রোন লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখেছেন। এ হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চীন সফরে ছিলেন। 

একই সময়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের জন্য ইউক্রেনে পৌঁছান বলে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন।

উত্তরাঞ্চলীয় চেরনিগিভ অঞ্চলের প্রধান ভিয়াচেস্লাভ চাউস বলেন, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো মোট ৫০২টি ড্রোন এবং ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আবাসিক বাড়িঘরসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বাহিনী জানায়, ১৪টি স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র ও ৬৯টি আক্রমণাত্মক ড্রোন আঘাত হানে। এছাড়া ১৪টি স্থানে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

কিরোভোগ্রাদ অঞ্চলের কর্মকর্তারা জানান, হামলায় চারজন রেলকর্মী আহত হয়েছেন এবং এক ডজনের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতি রাতেই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০