গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার এক নাতি তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশে যাত্রা করা একটি ত্রাণবাহী নৌযাত্রায় যোগ দেবেন বলে জানিয়েছেন। 
তার এই নৌযাত্রার লক্ষ্য, ইসরাইলের নৌ অবরোধ ভেঙ্গে ফিলিস্তিনিপন্থী কর্মীদের সঙ্গে যোগ দেয়া।

তিউনিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার তিউনিসে সাংবাদিকদের মান্ডলা ম্যান্ডেলা বলেন, আমরা দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি হিসেবে বিশেষভাবে তিউনিসিয়া থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিচ্ছি, যাতে বোঝানো যায় আফ্রিকাও এই সংগ্রামের অংশ ।

তিনি আরও বলেন, আফ্রিকান হিসেবে আমরা ভালো করেই জানি, দখলদারিত্ব ও দমন-পীড়নের মধ্যে বসবাস করা কেমন।

আয়োজকরা জানান, মাগরেব সুমুদ ফ্লোটিলা আগামী রোববার যাত্রা শুরু করবে। ইতোমধ্যে স্পেন ও ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করা অন্য নৌযানের সঙ্গে এটি যুক্ত হবে।

প্রথমে গত বৃহস্পতিবার যাত্রা শুরুর কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।
আয়োজকরা এখনও যাত্রা শুরুর স্থান ও সময় নিশ্চিত করেননি।

তাদের দাবি, প্রায় ১০০ কর্মী তিউনিস থেকে এই নৌযাত্রায় যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
আগামীকাল নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি
রাবিতে এডুকেশন ক্লাবের ২ দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু
অবৈধ মাদকদ্রব্য সীসা বিক্রি : সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
শেখ হাসিনা ও তার সহযোগীরা ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে:  শামসুজ্জামান দুদু
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি
১০