গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার এক নাতি তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশে যাত্রা করা একটি ত্রাণবাহী নৌযাত্রায় যোগ দেবেন বলে জানিয়েছেন। 
তার এই নৌযাত্রার লক্ষ্য, ইসরাইলের নৌ অবরোধ ভেঙ্গে ফিলিস্তিনিপন্থী কর্মীদের সঙ্গে যোগ দেয়া।

তিউনিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার তিউনিসে সাংবাদিকদের মান্ডলা ম্যান্ডেলা বলেন, আমরা দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি হিসেবে বিশেষভাবে তিউনিসিয়া থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিচ্ছি, যাতে বোঝানো যায় আফ্রিকাও এই সংগ্রামের অংশ ।

তিনি আরও বলেন, আফ্রিকান হিসেবে আমরা ভালো করেই জানি, দখলদারিত্ব ও দমন-পীড়নের মধ্যে বসবাস করা কেমন।

আয়োজকরা জানান, মাগরেব সুমুদ ফ্লোটিলা আগামী রোববার যাত্রা শুরু করবে। ইতোমধ্যে স্পেন ও ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করা অন্য নৌযানের সঙ্গে এটি যুক্ত হবে।

প্রথমে গত বৃহস্পতিবার যাত্রা শুরুর কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।
আয়োজকরা এখনও যাত্রা শুরুর স্থান ও সময় নিশ্চিত করেননি।

তাদের দাবি, প্রায় ১০০ কর্মী তিউনিস থেকে এই নৌযাত্রায় যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০