ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনের শীর্ষ সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা’র সাবেক প্রধানের দুর্নীতিকে তদন্তের আওতায় আনা হয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ঘটনাটি বেইজিংয়ের বছরের পর বছর ধরে চলা সরকারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সর্বশেষ ঘটনা।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে কয়েক মাস ধরে বাজার অস্থিরতার পর, গত বছরের শুরুতে ই হুইমানকে হঠাৎ করেই চীন সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের (সিএসআরসি) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
দেশের দুটি শীর্ষ দুর্নীতি দমন সংস্থা শনিবার একটি অনলাইন বিবৃতিতে ঘোষণা করেছে যে, ই হুইমান শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের জন্য সন্দেহভাজন। কিন্তু তার অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, ৬০ বছর বয়সী এই সাবেক কর্মকর্তা ‘সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন ও ন্যাশনাল সুপারভাইজারি কমিশন কর্তৃক শৃঙ্খলা পর্যালোচনা ও তত্ত্বাবধানের তদন্তের মধ্য দিয়ে যাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এক দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে নিরলসভাবে দমন-পীড়ন চালিয়ে আসছেন।
সমর্থকরা বলছেন, নীতিটি পরিষ্কার শাসনব্যবস্থাকে উৎসাহিত করে।
তবে অন্যরা দাবি করেন যে, এটি সি’র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার একটি উপায় হিসেবেও কাজ করে।
এই অভিযানটি দেশের বিশাল ব্যাংকিং ও আর্থিক খাতকে মারাত্মকভাবে আঘাত করেছে।