নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী ভেঙ্গে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন নির্বাচনে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্যাংকক থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্যাটংটার্ন শিনাওয়াত্রাকে অপসারণের পর এক সপ্তাহব্যাপী ক্ষমতার শূন্যতার অবসান ঘটিয়ে শুক্রবার পার্লামেন্টে রক্ষণশীল ব্যবসায়ী আনুতিন চর্ণভিরাকুলকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করা হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানের মালিক এই ধনকুবের এক সময়ের প্রভাবশালী শিনাওয়াত্রা রাজবংশের পিতৃপুরুষ থাকসিনের নির্বাচনী বাহন ফিউ থাইকে বাদ দেওয়ার জন্য বিরোধী দলগুলোর একটি জোট গঠন করেছিলেন। 

চার মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়ার শর্তে তিনি বহু আসনের অধিকারী পিপলস পার্টির সমর্থন পেয়েছেন।

শুক্রবার তার দলের সদর দপ্তরের বাইরে তিনি বলেন, আমি সকল চুক্তি মেনে চলব’। 

তিনি আরো বলেন, আমার স্বল্প সময়ের ক্ষমতায় থাকাকালীন আমাদের দেশে ‘হাসি-আনন্দের দেশ’-এর চেতনা ফিরিয়ে আনতে হবে। 

তিনি সংঘাত অপছন্দকারী হিসেবে পরিচিত।

শুক্রবারের ভোটের একদিন আগে ও একটি আদালতের মামলার কয়েক দিন আগে থাকসিনের অপ্রত্যাশিতভাবে থাইল্যান্ড ত্যাগের ঘটনায় মন্তব্য করে আনুতিন বলেন,  তিনি (থাকসিন) বন্ধুদের সঙ্গে দেখা করতে ও চিকিৎসা নিতে দুবাই যাবেন।

অনুতিন আরও বলেন, কোন পক্ষপাত, নিপীড়ন বা প্রতিশোধ নেওয়া হবে না।

২০২৩ সালের আগস্টে নির্বাসন থেকে ফিরে আসার পর থাকসিনের হাসপাতালে থাকার বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দেবে। কিছু বিশ্লেষক বলছেন যে, রায় তাকে জেল হতে পারে।

আনুতিন পূর্বে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

প্রধানমন্ত্রী পদে তার পদোন্নতির পেতে হলে এখনও থাইল্যান্ডের রাজার অনুমোদনের প্রয়োজন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০