ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফেডারেল রিজার্ভের (ফেড) জন্য একটি ‘স্বাধীন ও নির্দলীয় পর্যালোচনা’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
শুক্রবার তিনি ফেডের সম্প্রসারিত কার্যাবলীকে সমালোচনা করে এ আহ্বান জানিয়ে বলেন, ফেড তার স্বাধীনতার জন্য ঝুঁকি তৈরি করছে।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
বেসেন্ট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত নিবন্ধে লেখেন, স্বাধীনতার মূলকেন্দ্রে রয়েছে বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক বৈধতা। ফেড তার ম্যান্ডেটের বাইরে সম্প্রসারণের ফলে উভয়ই ঝুঁকির মুখে পড়েছে।
তিনি ফেডকে কেবলমাত্র সর্বোচ্চ কর্মসংস্থান, ‘স্থিতিশীল মূল্য ও মধ্যপন্থী দীর্ঘমেয়াদী সুদের হারের বিধিবদ্ধ ম্যান্ডেটের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি প্রতিষ্ঠান হিসেবে তার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা’ করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুদের হারের ওপর প্রতিষ্ঠানটিকে প্রভাবিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বৃদ্ধি করছে।
ট্রাম্প সম্প্রতি একজন ফেড গভর্নরকে বরখাস্ত করার সিদ্ধান্তও নিয়েছেন, যা সমালোচকদের আশঙ্কা প্রতিষ্ঠানটির ওপর আরও নিয়ন্ত্রণ প্রয়োগের প্রচেষ্টা।