এআই দৌড়ে ইউরোপ এগিয়ে যেতে পারে : জার্মান চ্যান্সেলর

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ গতকাল শুক্রবার মহাদেশের দ্রুততম সুপার কম্পিউটার উদ্বোধন করে বলেছেন, ইউরোপ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে যেতে পারে।

চ্যান্সেলর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ভবিষ্যতে এআই-সমর্থিত বিশ্ব অর্থনীতিতে বাজারের অংশীদারিত্বের জন্য প্রতিযোগিতায় লিপ্ত।’ 

তিনি জুপিটার কম্পিউটারের উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, যা প্রতি সেকেন্ডে কমপক্ষে এক কুইন্টিলিয়ন গণনা করতে সক্ষম হবে। 

পশ্চিম জার্মানির জুয়েলিচ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

মার্জ বলেছেন, ‘জার্মানি এবং ইউরোপ আমাদের সাথে তাল মিলিয়ে চলার প্রতিটি সুযোগ রয়েছে।’

পশ্চিম জার্মানির জুয়েলিচে অবস্থিত জুপিটার একটি ফুটবল মাঠের প্রায় অর্ধেক আকারের কেন্দ্রে অবস্থিত এবং প্রায় ২৪,০০০ এনভিডিয়া চিপ দিয়ে পরিপূর্ণ, যা এআই শিল্পের পছন্দ।

বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় দশ লক্ষ স্মার্টফোনের ক্ষমতাসম্পন্ন এই সুপার কম্পিউটারটি ইউরোপে এআই মডেল প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক বলে বিবেচিত হতে পারে।

মার্জ বলেছেন, ‘জার্মানি এবং সমগ্র ইউরোপে আমাদের এমন সার্বভৌম কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন যা আমাদের আন্তর্জাতিক প্রতিযোগীদের সমতুল্য।’

তিনি বলেছেন, ‘এর সাথে প্রতিযোগিতামূলকতার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত।’

বিভিন্ন ক্ষেত্রের গবেষকরা ৫০০ মিলিয়ন ইউরো (৫৮০ মিলিয়ন ডলার) মূল্যের এই সুপার কম্পিউটারটি অ্যাক্সেস করতে সক্ষম হবেন তিনিই- যার ব্যবহার এআই-এর বাইরেও অনেক বেশি।

এগুলো আরো বিস্তারিত জলবায়ু পূর্বাভাস তৈরি করা থেকে শুরু করে যা চরম আবহাওয়ার ঘটনাগুলোর পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে এমন চিকিৎসা গবেষণা এবং শক্তি পরিবর্তন সম্পর্কিত গবেষণা পর্যন্ত বিস্তৃত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
১০