ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোয়ালাদের জন্য আশ্রয়স্থল তৈরি করতে ও এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে রোববার অস্ট্রেলিয়া দেশটির পূর্ব উপকূলে বিশাল বনভূমিতে কাঠ কাটা বন্ধ করেছে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস সরকার সোমবার থেকে রাজ্যের উত্তর উপকূলে গ্রেট কোয়ালা ন্যাশনাল পার্কের জন্য এক লাখ ৭৬ হাজার হেক্টর (৪,৩৫,০০০ একর) বনাঞ্চলের কাঠ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর ফলে ছয়টি কাঠের মিল ও প্রায় ৩শ’ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস সরকার সতর্ক করে বলেছে, এখনই ব্যবস্থা না নিলে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যের কোয়ালারা ২০৫০ সালের মধ্যে মারা যেতে পারে।
পরিবেশবিদরা বলছেন, বন উজাড়, খরা ও বিশেষ করে দাবানলের কারণে সাম্প্রতিক দশকগুলোতে নিউ সাউথ ওয়েলসে কোয়ালার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেন, নিউ সাউথ ওয়েলসের বন্যপ্রাণীতে কোয়ালারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। গ্রেট কোয়ালা জাতীয় উদ্যান সেই পরিস্থিতি বদলে দিতে চলেছে। এটা কল্পনাও করা যায় না।
তিনি বলেন, ‘আমরা মনোযোগ সহকারে শুনেছি এবং আমরা নিশ্চিত করছি যে শ্রমিক, ব্যবসা ও সম্প্রদায়গুলোকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করা হচ্ছে।’
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য কর্মকর্তারা প্রতিটি ক্ষতিগ্রস্ত মিলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং শ্রমিকদের বেতন ও ব্যবসায়িক খরচ মেটানোর জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি প্রশিক্ষণ, আর্থিক, স্বাস্থ্য ও আইনি পরিষেবা বিনামূল্যে প্রদানের প্রস্তাব দিয়েছেন।
রাজ্য সরকার প্রথম ২০২৩ সালে পরিকল্পিত কোয়ালা অভয়ারণ্য ঘোষণা দেয়। কিন্তু তারা মাত্র ৮হাজার ৪শ’ হেক্টর বনাঞ্চলে কাঠ কাটা বন্ধ করে। অবিলম্বে গাছ রক্ষা না করার জন্যও পরিকল্পনাটির সমালোচনা করা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেট কোয়ালা জাতীয় উদ্যান ১২ হাজারেরও বেশি কোয়ালা, ৩৬ হাজার বৃহত্তর গ্লাইডার ও নিশাচর মার্সুপিয়ালদের জন্য একটি আশ্রয়স্থল করা হবে এবং ১০০ টিরও বেশি অন্যান্য বিপন্ন প্রজাতির জন্য আশ্রয়স্থল হবে।
সরকার জানিয়েছে, তারা এই অঞ্চলে নতুন পর্যটন ও ছোট ব্যবসার সুযোগকে সমর্থন করার জন্য ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।