ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ২ 

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন জুড়ে রাতভর রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে। 

রাজধানী কিয়েভের ওপর হামলায় বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীদের একটি উঁচু তলায় আগুন নেভানোর ছবি শেয়ার করেছে রাজ্য জরুরি পরিষেবা।

পরিষেবাটি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘বড় ধরনের এ হামলার ফলে রাজধানীতে একজন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন।’

এতে আরো বলা হয়, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জরুরি উদ্ধার অভিযান চলছে।’

ইউক্রেনের কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ৬টা ৬ মিনিটে দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার গভীর রাতে জানিয়েছে, উত্তর-পূর্ব সুমি অঞ্চলে আরেক হামলায় একজন নিহত এবং আরও বেশ ক’জন আহত হয়েছে।

টেলিগ্রামে আঞ্চলিক সামরিক গভর্নর ওলেগ গ্রিগোরভ বলেছেন, ‘পুটিভিল শহরের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় একজন নিহত ও নয় বছর বয়সী এক শিশুসহ অনেকে আহত হয়েছে।’

রাশিয়ার আংশিক দখলকৃত অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ভাঙা আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছেন।

রাশিয়ান বাহিনী মোট ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ দখল করে আছে।

সাড়ে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সপ্তাহগুলোর সকল প্রচেষ্টা এখনও পর্যন্ত খুব একটা অগ্রগতি অর্জন করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০