যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সন্ত্রাস আইনের অধীনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে শনিবার যুক্তরাজ্যে এক উত্তেজনাপূর্ণ বিক্ষোভের সময় ৪শ’ জনেরও  বেশি লোককে গ্রেফতার করেছে  পুলিশ। 

দেশটির পুলিশের বরাত দিয়ে  লন্ডন থকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে কয়েকশ লোক বিক্ষোভ করেছে। যাদের মধ্যে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড ছিল। 

প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বাহিনী (মেট) জনগণকে সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি স্পষ্টভাবে সমর্থন প্রকাশকারী যে কাউকে গ্রেফতার করতে তারা দ্বিধা করবে না।

শনিবার রাতে মেট্রোপলিটন পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,  তারা ‘প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত’ ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে।

পুলিশ বাহিনী জানিয়েছে, ‘নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্যই বেশিরভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে’। 

৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত পলি স্মিথ বলেন, সমাবেশে যারা উপস্থিত ছিলেন তারা ‘সন্ত্রাসী নন’।
তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’

৬২ বছর বয়সী একটি পুনর্ব্যবহারযোগ্য কোম্পানির সিইও নাইজেল বলেন, জুলাই মাসে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ অনুপযুক্ত’। 

নাইজেল তার পদবি প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

তিনি এএফপিকে বলেন, ‘বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করার চেয়ে গণহত্যা বন্ধ করার চেষ্টায় তাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। গ্রেফতার হওয়ার আগে বিক্ষোভকারীরা পুলিশকে ‘তোমাদের জন্য লজ্জা’ স্লোগান দিচ্ছিলেন। 

গ্রেফতার ঠেকাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মেট জানিয়েছে, ‘পুলিশ অফিসারদের ওপর হামলা ও অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগে আরো ২৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেন, কর্মকর্তাদের ‘অসহনীয়’ নির্যাতনের শিকার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঘুষি, লাথি ও থুথু নিক্ষেপ।

তিনি বলেন, প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন পুলিশের দায়িত্ব, ঠিক তেমনি আইন প্রয়োগ করাও তাদের কর্তব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০