ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তিউনিসিয়া থেকে গাজামুখী ত্রাণবাহী নৌবহরের যাত্রা স্থগিত করা হয়েছে।
ইসরাইলের নৌ অবরোধ ভেঙে রোববার দেশটির ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীদের এই যাত্রা শুরু করার কথা ছিল।
শনিবার আয়োজকদের বরাত দিয়ে তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
আয়োজকরা বলেন, কিছু ‘কারিগরি ও লজিস্টিকসজনিত সমস্যা’র কারণে নৌবহরের যাত্রা পিছিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
‘মাগরেব সুমুদ ফ্লোটিলা’ নামের এ নৌবহরটি ইতোমধ্যে স্পেন ও ইতালি থেকে ছেড়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেও খারাপ আবহাওয়ার কারণে এই বহরের যাত্রা বিলম্বিত হয়।