যুক্তরাষ্ট্রে অভিযানে ৩ শতাধিক দক্ষিণ কোরীয় আটক

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত একটি হুন্দাই মোটর-এলজি’র গাড়ি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে  ৪৭৫ জনকে গ্রেফতার করেছে। 

এই গ্রেফতারকৃতদের মধ্যে ৩ শতাধিক দক্ষিণ কোরীয়ও  নাগরিক রয়েছে বলে জানা গেছে।  

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবারের এলাবেল শহরে অভিযানটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসী বিরোধী অভিযানের অংশ এবং এখন পর্যন্ত একক স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।

মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অভিযানের ফুটেজে দেখা গেছে আটক কর্মীদের হাতকড়া ও গোড়ালিতে শিকল পরা অবস্থায় একটি বন্দী পরিবহন বাসে তোলা হচ্ছে।

শুক্রবার আটলান্টায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্ট স্টিভেন শ্রাঙ্ক সাংবাদিকদের বলেন, হুন্দাই মোটর-এলজি এনার্জি সলিউশন যৌথ উদ্যোগের কারখানায় ’বেআইনি কর্মসংস্থানের অভিযোগ এবং গুরুতর ফেডারেল অপরাধের’ তদন্তের জের ধরে এই অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, এটি কোনও অভিবাসন অভিযান ছিল না। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন সিউলে এক জরুরি সভায় বলেন, ‘গ্রেফতার হওয়া ৪৭৫ জনের মধ্যে ৩০০ জনেরও বেশি আমাদের নাগরিক বলে মনে করা হচ্ছে।’

চো আরো বলেন, ‘আমরা এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও দায়িত্ববোধ অনুভব করছি।’ 

তিনি বলেন, প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে ওয়াশিংটনে গিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব।

ফার্স্ট ভাইস ফরেন মিনিস্টার পার্ক ইউন-জু মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকারের সঙ্গে টেলিফোনে বিষয়টি উত্থাপন করেছেন। 

এ সময় তিনি এই কঠোর ব্যবস্থা ও কোরিয়ান কর্মীদের গ্রেফতারের ফুটেজ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

পার্ক বলেন, ‘মার্কিন আইন প্রয়োগকারী অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী কোরিয়ান কোম্পানিগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কোরিয়ান নাগরিকদের অধিকার ও স্বার্থ অন্যায্যভাবে লঙ্ঘিত করা উচিত নয়।’

তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই বিষয়টির একটি ন্যায্য ও দ্রুত সমাধান নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করার জন্য পররাষ্ট্র দপ্তরকে অনুরোধ করা হয়েছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০