অস্ট্রেলিয়ায় ২ কিশোরকে হত্যা করেছে মুখোশধারী দল

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক ‘ভয়াবহ’ হামলায় চাপাতি দিয়ে সজ্জিত মুখোশধারী হামলাকারীদের একটি দল ১২ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে রোববার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যুবকদের একটি দল শনিবার সন্ধ্যায় পশ্চিম মেলবোর্নের কাছাকাছি স্থানে বালকদের ওপর পৃথক হামলা চালায়।

ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ গোয়েন্দা পরিদর্শক গ্রাহাম ব্যাঙ্কস বলেন, প্রথমে পুলিশকে একটি রাস্তায় ডাকা হয়। সেখানে ১২ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পায় পুলিশ।

ব্যাঙ্কস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্যারামেডিকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাকে  বাঁচানো যায়নি। 

এর কিছুক্ষণ পরেই, পুলিশ  বালকটির ১৫ বছর বয়সী বন্ধুকে ‘গুরুতর’ ছুরিকাঘাতে আহত অবস্থায় কাছের একটি রাস্তায় পাওয়া যায়। তাকেও বাঁচানো যায়নি।

ব্যাঙ্কস বলেন, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় আটজন মুখোশধারীর একটি দল লম্বা ছুরি ও  চাপাতি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটি একটি কিশোর গ্যাং অপরাধের লক্ষণ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই ধরণের অপরাধের একটি উল্লেখযোগ্য ও ক্রমবর্ধমান তালিকার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। যে বালকদের হত্যা করা হয়েছে তারা গ্যাং সদস্য ছিল না এবং চুপ থাকা ঠিক নয়।’

পুলিশ জানিয়েছে, এই কিশোর দুজনকেই হত্যার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হয়েছিল, না-কি ভুলবশত তাদের হত্যা করা হয়েছে— তা এখনো স্পষ্ট নয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে অস্ট্রেলিয়া জুড়ে খুন ও এ সম্পর্কিত অপরাধ নয় শতাংশ বেড়ে ৪৪৮ জনে দাঁড়িয়েছে।

মে মাসে মেলবোর্নের একটি শপিং সেন্টারের ফুড কোর্টে চাপাতি নিয়ে সজ্জিত প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষের ফলে রাজ্য চাপাতি বিক্রি বা মালিকানা নিষিদ্ধ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০