ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত ইউক্রেনে কমপক্ষে ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা।
টেলিগ্রামে বিমান বাহিনী এক পোস্টে বলেন, ‘বিমান বাহিনীর ইউনিটগুলো ৮শ’ ১৮টি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে।
বিমান বাহিনী আরো বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭শ’ ৪৭টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।