পাকিস্তানে বন্যার্তদের উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষকে উদ্ধারকারী একটি নৌকা উল্টে গেলে ৭০ বছর বয়সী এক নারী ও চার শিশুসহ মোট পাঁচ জন নিহত হয়েছে। 

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে বর্ষাকালীন বৃষ্টিপাতের ফলে তিনটি প্রধান নদী প্লাবিত হয়েছে। নদী তিনটি পাকিস্তানের কৃষিভূমি ও এর প্রায় অর্ধেক জনসংখ্যার আবাসস্থল পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘পানির নিচের একটি বস্তু রেসকিউ ১১২২ নৌকার সঙ্গে ধাক্কা লাগার ফলে এই ঘটনা ঘটে।’

তিনি শনিবার রাতের ঘটনাটি সম্পর্কে আরো বলেন, ‘এই ঘটনায় দশ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত এই ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন।’

প্লাবিত নদীগুলোর বেশিরভাগই তাদের তীরের কাছাকাছি গ্রামীণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশ কয়েকটি অংশসহ শহরাঞ্চলও প্লাবিত হয়েছে।

যদিও দক্ষিণ এশিয়ার মৌসুমি বর্ষা মৌসুমে কৃষকরা যে বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল, জলবায়ু পরিবর্তন এই অঞ্চল জুড়ে এই ঘটনাটিকে আরো অনিয়মিত ও মারাত্মক করে তুলছে।

জুন থেকে স্বাভাবিকের চেয়ে ভারী বর্ষার ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় দেশব্যাপী ৮৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০