ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ইন্দোনেশিয়ায় ভবন ধসে ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রোববার একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন।

জাকার্তা থেকে এএফপি  জানায়, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি বলেন, পশ্চিম জাভার বগর জেলায় প্রায় একশ মানুষ মহানবী  হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে একটি কমিউনিটি হলে কোরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিলেন। এ সময়  হঠাৎ ভবনটি ধসে পড়ে। ভবনটিতে থাকা ব্যক্তিদের অধিকাংশ ছিলেন নারী। 

হামদানি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৪ জন চিকিৎসা নিচ্ছেন এবং তিনজন মারা গেছেন।

তিনি বলেন, ভবনটি মিটিং হল এবং ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হতো। সম্ভবত অতিরিক্ত ভিড়ের কারণে ধসে পড়েছে।

হামদানি আরও বলেন, সম্ভবত ভবনটির কাঠামো মজবুত ছিল না। মানুষ নবী (সা.)-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে উৎসাহী হওয়ায় ভিড় বেশি হয়েছিল।

তিনি জানান, ভবনের ভেতরে থাকা সবাইকে বের করা হয়েছে এবং আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার সময় কোনো বৃষ্টি হয়নি এবং ভূমিধসের কোনো লক্ষণও ছিল না।

ইন্দোনেশিয়ায় ভবন নির্মাণে মানদণ্ড শিথিল হওয়ায় ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ২০২২ সালে দক্ষিণ কালিমান্তানে একটি তিনতলা মিনি মার্কেট ধসে পাঁচজন নিহত হন। দুই বছর আগে জাকার্তায় একটি পাঁচতলা ভবনের আংশিক ধসে দু’জন আহত হন।

২০১৮ সালে জাকার্তার পূর্বে সিরেবনে একটি ভবন ধসে কিশোর-কিশোরীসহ সাতজন নিহত হন। তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলেন। একই বছর জাকার্তায় ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ ভবনের মেজানাইন ফ্লোর লবিতে ধসে পড়ে অন্তত ৭৫ জন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
১০