ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া রোববার ভোরে ইউক্রেনের বিরুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন এবং কিয়েভে ইউক্রেন সরকারি কার্যালয়ে আগুন লেগেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই হামলা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।

কিয়েভ থেকে এএফপি জানায়, রোববার প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল সরকারি কমপ্লেক্সে হামলার পর একজন এএফপি সংবাদদাতা ভবনের ছাদে আগুন এবং রাজধানীর আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।

দেশটির  জরুরি পরিষেবা জানিয়েছে, ড্রোন হামলায় কিয়েভের একাধিক বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির একজন সাংবাদিক দেখেন, হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে সরকারি ভবনের ছাদে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

রাশিয়া কিয়েভে একটি কারখানা এবং একটি লজিস্টিকস হাব লক্ষ্যবস্তু করেছে জানিয়ে দাবি করেছে, কিয়েভের সীমানার ভেতরে অন্য কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি।’

তারা সরকারি ভবনটিতে হামলার দায় অস্বীকার করেছে।

পুলিশ ভবনের আশপাশ এলাকা ঘিরে ফেলেছে। ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব। কিন্তু হারানো জীবন ফিরিয়ে আনতে পারব না। প্রতিদিন দেশজুড়ে আমাদের মানুষকে আতঙ্কিত ও হত্যা  করছে শত্রু।

তিনি পরে ক্ষতিগ্রস্ত তলার ভেতরের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে ভাঙা অফিস কক্ষ ও পোড়া দেয়াল দেখা যায়।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাশিয়া অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি যুদ্ধ শুরু হওংয়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

জেলেনস্কি বলেন, বাস্তব কূটনীতিক সমাধান অনেক আগেই শুরু হতে পারত। কিন্তু এখন এ হত্যাকাণ্ড একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা।

তিনি এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলে কথা বলেছেন এবং
জানান, ফ্রান্স ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করতে সহায়তা করবে।

মাখোঁ এক্স-এ হামলার নিন্দা জানিয়ে বলেন, রাশিয়া নিজেকে আরও গভীরভাবে যুদ্ধ ও সন্ত্রাসের যুক্তিতে আবদ্ধ করছে। তিনি বলেন, ফ্রান্স ইউক্রেনের পাশে রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েনও হামলার তীব্র নিন্দা করেছেন।

ফন ডার লায়েন লিখেছেন, ক্রেমলিন আবারও কূটনীতিকে উপহাস করছে।

স্টারমার এক বিবৃতিতে বলেন, এই ‘কাপুরুষোচিত হামলা’ প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০