ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে আটক দক্ষিণ কোরীয় কর্মীদের মুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘সমাপ্ত’ হয়েছে এবং শীঘ্রই তাদের মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।
রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর চিফ অফ স্টাফ কাং হুন-সিক বলেছেন, ‘দ্রুত এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার ফলে আটক শ্রমিকদের মুক্তির জন্য আলোচনা সম্পন্ন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়া বাকি আছে। এগুলো সম্পন্ন হলে, আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চার্টার্ড বিমান পাঠানো হবে।’
গত বৃহস্পতিবার দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত হুন্ডাই-এলজি ব্যাটারি কারখানায় ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরীয় কর্মীকে গ্রেপ্তারের পর এটি করা হয়েছে।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এলাবেল শহরে পরিচালিত এই অভিযানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসী বিরোধী অভিযানের অধীনে এখন পর্যন্ত পরিচালিত বৃহত্তম একক স্থানে অভিযান। যেখানে দক্ষিণ কোরিয়া কর্মকর্তাদের অজ্ঞাতসারে আটক করা হয়।
মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অভিযানের ফুটেজে দেখা গেছে, আটক শ্রমিকদের হাতকড়া ও গোড়ালিতে শিকল পরা অবস্থায় একটি বন্দী পরিবহন বাসে তোলা হচ্ছে।
এই পরিস্থিতি রোধ করার জন্য বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি নির্মাতা এলজি এনার্জি সলিউশনের একজন সিনিয়র কর্মকর্তা রোববার সকালে জর্জিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
নির্বাহী কিম কি-সু বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেন, ‘এখন তাৎক্ষণিক অগ্রাধিকার হল আমাদের এলজি এনার্জি সলিউশন এবং আমাদের অংশীদার সংস্থাগুলোর কর্মীদের দ্রুত মুক্তি’।