ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হামাসকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো গাজার ও নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেন, ‘গাজা ও বিদেশের বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থানরত হামাসের খুনি ও ধর্ষকদের জন্য এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা। জিম্মিদের মুক্তি দিন এবং আপনাদের অস্ত্র জমা দিন। অন্যথায় গাজা ধ্বংস হয়ে যাবে এবং আপনাদেরকেও ধ্বংস করা হবে।’
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেওয়ার পরপরই হামাসকে উদ্দেশ্য করে কাটজ এ কথা বলেন।