তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের ইজমির শহরের পার্শ্ববর্তী একটি পুলিশ স্টেশনে আজ সোমবার বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং আরো দু’জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, এ ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, ‘বালকোভা জেলার একটি পুলিশ স্টেশনে বর্বর এই হামলায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ওই পুলিশ স্টেশনে হামলার কারণ এখনো জানা যায়নি। তবে, স্থানীয় গণমাধ্যম গারসেক গান্দেম-এর ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক কিশোর রাইফেল হাতে বালক্লাভা পুলিশ স্টেশনের বাইরে ফুটপাত দিয়ে দৌড়ে এসে একটি ভবনে প্রবেশ করছে।

তার্কিশ টিভি সম্প্রচারিত আরেক ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ ভ্যানে তুলে দিতে সাহায্য করছে একদল সাধারণ মানুষ।

পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইজমিরের মেয়র সিমিল তুগে এই হামলার নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০