ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় এখনো প্রায় ৬০০ জন আটক রয়েছে। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত আগস্ট মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ সে দেশের অর্থনৈতিক বৈষম্য ও রাজনীতিবিদদের অফুরান সুযোগ-সুবিধার বিরুদ্ধে বিক্ষোভে নামে।
গত ২৮ আগস্ট আধাসামরিক পুলিশের একটি গাড়ির ধাক্কায় ২১ বছর বয়সী একজন গাড়িচালক নিহতের ভিডিও প্রচারের পর বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে।
আজ এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশের উপ-প্রধান দেদি প্রাসেতিও বলেন, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫৮৩ জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।
তিনি আরো বলেন, বিশৃঙ্খলা শুরুর পর মোট ৫ হাজার ৪৪৪ জনকে আটক করা হলেও ইতোমধ্যে ৪ হাজার ৮৬১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার সমন্বয়কারী মন্ত্রী ইউসরিল ইহজা মাহেন্দ্র বলেন, এখনো এমন অনেকে আটক রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।