ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের ওপর সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল রোববার ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে চারজন নিহত  এবং রাজধানী কিয়েভে সরকারি কার্যালয়ে আগুন ধরে যায়।

হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন’ এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কঠোর’ মার্কিন প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন।

গত ১৫ আগস্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া রাশিয়া ইউক্রেনের ওপর  ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

রোববারের হামলায় কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রিসভা কমপ্লেক্সের ছাদ থেকে আগুনের শিখা উড়তে দেখা যায়। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো সরকারি কার্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হলো।

ইউক্রেনের জরুরি সেবা জানায়, ড্রোন হামলায় রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া ইউক্রেনে বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। তাদের দাবি,তারা কিয়েভে একটি কারখানা ও একটি লজিস্টিক হাবকে লক্ষ্যবস্তু করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ শহরের সীমানার মধ্যে অন্য কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি।

জেলেনস্কি তার সন্ধ্যাকালীন ভাষণে বলেন, আজকের এই হামলার ঘটনায় অংশীদারদের কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া জরুরি।

তিনি আরো বলেন, পুতিন বিশ্বকে পরীক্ষা করছে। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কঠোর প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি। এটা এখনই দরকার।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
১০