ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশজুড়ে সরকার বিরোধী প্রাণঘাতী বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার মন্ত্রিসভায় রদবদল করে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতিকে অপসারণ করেছেন।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইন্দোনেশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রী মুলিয়ানি একসময় বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন জন ভিন্ন প্রেসিডেন্টের আমলে অর্থমন্ত্রী ছিলেন।
সাম্প্রতিক সময়ে আইনপ্রণেতাদের জন্য বিলাসবহুল সুবিধা দেওয়ার প্রতিবাদে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
প্রেসিডেন্টের এক ডিক্রিতে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হয়েছেন পুরবায়া ইউধি সদেওয়া। এরআগে তিনি ইন্দোনেশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাবোও শ্রী মুলিয়ানিকে মন্ত্রিসভা থেকে অপসারণের কোনো কারণ জানাননি। তিনি প্রধান নিরাপত্তা মন্ত্রী বুদি গুনাওয়ান ও ক্রীড়া মন্ত্রী দিতো আরিওতেজোকেও সম্মানের সঙ্গে অব্যাহতি দিয়েছেন।
সেন্টার অব ইকোনমিক অ্যান্ড ল স্টাডিজের নির্বাহী পরিচালক ভিমা ইউধিস্তিরা আধিনেগারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রী মুলিয়ানির অপসারণ অবাক হওয়ার মতো কিছু নয়।
তিনি বলেন, ন্যায্য কর ব্যবস্থার পক্ষে চাপ সৃষ্টি করতে না পারায় বিভিন্ন থিঙ্ক ট্যাংক ও সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শ্রী মুলিয়ানিকে অপসারণের দাবি জানানো হচ্ছিল।
ভিমা বলেন, নতুন অর্থমন্ত্রীকে কর রাজস্ব কৌশল বাস্তবায়নের সময় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ক্রয় ক্ষমতাকে বিবেচনায় নিতে হবে, যাতে দ্রুত জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়।
তিনি আরো বলেন, নতুন মন্ত্রীকে প্রাবোওর উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচিগুলোতেও লাগাম টানতে হবে। যেমন-
স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং বৃহৎ আকারে কৃষি জমি তৈরি করে জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচি জোরদার করা, যা পরিবেশবাদীদের কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
প্রাবোও প্রেসিডেন্ট হওয়ার পর থেকে গত আগস্টের শেষের বিক্ষোভ ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে সহিংস আন্দোলন। এ আন্দোলন ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে সাবেক এই জেনারেলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
আন্দোলনকারীরা স্বল্প মজুরি, বেকারত্ব এবং আইনপ্রণেতাদের জন্য বিশেষ সুবিধার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
শ্রী মুলিয়ানিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর জাকার্তা স্টক এক্সচেঞ্জের সূচক ১.২৮ শতাংশ কমে বন্ধ হয়েছে।