ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া সপ্তাহান্তে কিয়েভে ইউক্রেনের একটি সরকারি ভবনে হামলায় ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে সোমবার ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেছেন, গত তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি রাশিয়ার এই ধরনের প্রথম হামলা।
হামলার বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন।
ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেনের সরকারি ভবনে হামলা চালিয়েছে এবং এ হামলাকালে তারা ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইউক্রেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়া শক্তিশালী ইস্কান্দার ব্যাপকভাবে ব্যবহার করেছে।
রোববার, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে তাদের বৃহত্তম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা ভবনটি পরিদর্শন করার সময়ে আঘাত ও ক্ষেপণাস্ত্রেও অবশিষ্টাংশের ফলে ভবনটিতে ফাটল ও গর্ত দেখতে পান।
তিনি বলেন, কেবলমাত্র ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণরূপে বিস্ফোরিত হতে না পারার কারণেই পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়নি।
ইউক্রেনীয় রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রধান আন্দ্রি ড্যানিক সোমবার বলেছেন, এই হামলায় ৮শ’ থেকে ৯শ’ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী এএফপিসহ সাংবাদিকদের একটি দলকে তিনি বলেন, এই হামলার ফলে আগুন ‘খুব দ্রুত ছড়িয়ে পড়ে’।
গত রোববার রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। কিয়েভ তার মিত্রদের মস্কোর ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
ইয়েরমাক বলেন, তিনি রুবিওর সাথে ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার’ করার পাশাপাশি যুদ্ধবিরতির ক্ষেত্রে কিয়েভের অনুরোধকৃত নিরাপত্তা গ্যারান্টি সম্পর্কেও আলোচনা করেছেন।