থাকসিনকে ১ বছরের কারাদণ্ডের আদেশ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮

ব্যাংকক, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

২০২৩ সালের একটি হাসপাতালের স্যুইটে বেআইনিভাবে কারাদণ্ড ভোগ করার দায়ে তাকে এ সাজা দেওয়া হলো।

বেশ কয়েক বছর নির্বাসনে থাকার পর, ২০২৩ সালের আগস্ট মাসে দেশে ফিরে এলে ৭৬ বছর বয়সী থাকসিনকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তিনি কখনও কারাগারের কক্ষে রাত কাটাননি। 

ওই সময়ে থাকসিনকে একটি বেসরকারি হাসপাতালের কক্ষে নিয়ে যাওয়া হয়। এছাড়াও রাজকীয় ক্ষমার মাধ্যমে তার সাজা কমিয়ে এক বছর করা হয়ছিল। তারপর বয়স্ক বন্দীদের জন্য একটি আগাম মুক্তি প্রকল্পে তাকে মুক্তি দেওয়া হয়।

একজন বিচারক রায়টি পড়ে শোনান। 

তিনি বলেন, ‘তাকে হাসপাতালে পাঠানো আইনসম্মত ছিল না, আসামী জানেন যে, তার অসুস্থতা গুরুতর নয় আর তাই তার হাসপাতালে থাকাকে কারাদণ্ড হিসেবে গণ্য করা যেতে পারে না।’ 

আদালত থাকসিনকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে ব্যাংকক রিমান্ড কারাগারে নিয়ে যাওয়ার জন্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০