যুক্তরাষ্ট্রে আটক শ্রমিকদের দেশে আনতে বিমান পাঠাবে দক্ষিণ কোরিয়া

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে মার্কিন অভিযানে আটক শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে দক্ষিণ কোরিয়া বুধবারের মধ্যে একটি চার্টার্ড বিমান পাঠানোর পরিকল্পনা করছে। 

দেশটির পতাকাবাহী সংস্থা কোরিয়ান এয়ার বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের জর্জিয়া রাজ্যে নির্মিত হুন্ডাই-এলজি ব্যাটারি কারখানায় অভিযানের সময় দেশটির অভিবাসন কর্মকর্তারা বেশ কয়েকজন দক্ষিণ কোরিয়ান কর্মীসহ প্রায় ৪৭৫ জনকে আটক করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেশটির প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসন বিরোধী অভিযানের অধীনে এটিকে একক স্থানে পরিচালিত বৃহত্তম অভিযান বলে অভিহিত করেছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গতকাল সোমবার আরো আলোচনার জন্য ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

দেশের নাগরিকদের গণহারে আটককে ‘গুরুতর পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন এবং ‘সুস্থতার সঙ্গে’ শ্রমিকদের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশটির পতাকাবাহী সংস্থা কোরিয়ান এয়ার জানিয়েছে, বুধবারের মধ্যে আটলান্টায় একটি চার্টার্ড বোয়িং ৭৪৭-৮আই বিমান পাঠানো হতে পারে। 

মঙ্গলবার কোরিয়ান এয়ারের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘এখনকার জন্য এটাই আমাদের লক্ষ্য।’ 

সিউল জানিয়েছে, আটক শ্রমিকদের মুক্তি ও প্রত্যাবাসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি ‘সম্পন্ন’ হয়েছে এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, একটি চার্টার্ড বিমানে করে তাদেরকে ফিরিয়ে আনা হবে।

দক্ষিণ কোরিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা মিত্র, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি ও মার্কিন যুক্তরাষ্ট্রে কারখানার অধিকারী একটি গুরুত্বপূর্ণ অটোমোবাইল ও ইলেকট্রনিক্স উৎপাদনকারী দেশ।

সিউল বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক আলোচনার সময় মার্কিন ব্যবসায় বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য ওয়াশিংটনের বারবার আহ্বানে সাড়া দিয়েছে।

অভিযানটি জর্জিয়ায় একটি ব্যাটারি সেল উৎপাদন কারখানায় চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানি - হুন্ডাই এবং এলজি এনার্জি সলিউশন-এর মধ্যে ৪.৩ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগে ব্যাটারি সেল উৎপাদন সুবিধা তৈরির জন্য পরিচারিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন,  আটক দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কর্মী সম্ভবত এমন ভিসায় ছিলেন, যা হাতে-কলমে নির্মাণ কাজের অনুমতি দেয় না।

রোববার ট্রাম্প বিদেশী কোম্পানিগুলোকে মার্কিন আইন মেনে চলার জন্য সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনার বিনিয়োগের জন্য স্বাগত এবং আমরা আপনাকে আইনত আপনার অত্যন্ত বুদ্ধিমান লোকদের আনতে উৎসাহিত করছি।’

এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তাদের ৪৭ জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৬ জন দক্ষিণ কোরিয়ান ও একজন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে।

কোম্পানিটি আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ২৫০ জন তাদের ঠিকাদার কর্তৃক নিযুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে এবং তাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক।

হুন্ডাই জানিয়েছে, তারা বুঝতে পেরেছে যে, গ্রেফতারকৃতদের কেউই তাদের কর্মচারী নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ১,৬০০ লিটার নকল মবিলসহ গ্রেফতার ২ 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু
সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আগামীকাল
দেশে গর্ভধারণকালে ও সন্তান জন্ম দানের পর ৬৬ ভাগ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন
‘মুখের ক্যান্সার : প্রতিরোধ ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু 
সাংহাই অ্যাপারেল ও ইয়ার্ন এক্সপোতে বাংলাদেশের চার প্রতিষ্ঠান
লালমনিরহাটে বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু
১০