লেবাননে গাড়ি লক্ষ্য করে ইসরাইলের হামলা

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে হামলা চালিয়েছে। 

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের অভিযানে লেবাননের পূর্বাঞ্চলে পাঁচ জন নিহত হওয়ার একদিন পর তারা আবারো সর্বশেষ এ হামলা চালালো। 

রাজধানী থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি এলাকার কথা উল্লেখ করে দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে শত্রুর একটি ড্রোন জিয়েহ ও বারজা শহরের মধ্যস্থলের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

এএফপি’র একজন আলোকচিত্রী একটি মসজিদের কাছে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখেছেন। সেখানে সৈন্য মোতায়েন রয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতিসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে নভেম্বর মাসে লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল দেশটিতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকায় ‘হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত বেশ ক’টি লক্ষ্যবস্তুতে’ তারা হামলা চালিয়েছে, যার মধ্যে এই গোষ্ঠীর অভিজাত রাদওয়ান বাহিনীর ব্যবহৃত প্রশিক্ষণ কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় পাঁচ জন নিহত হয়।

আগস্ট মাসে, প্রবল মার্কিন চাপ ও ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যে লেবাননের সরকার সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ এক সময়ের প্রভাবশালী হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়।

ইসরাইলেরও লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু কৌশলগত বলে মনে করা পাঁচটি স্থানে তারা তাদের অবস্থান ধরে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০