ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গ্রিসের এভিয়া দ্বীপ আজ মঙ্গলবার ভোরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। রাজধানী অ্যাথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়।
গ্রিসের অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অ্যাথেন্সের জাতীয় পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গ্রিসের রাজধানী থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে আজ ভোররাতে ভূমিকম্পটি হয়।
সংস্থাটি আরো জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রিসের ম্যারাথন শহরের মেয়র স্টারগিওস সারকাস ইআরটি টেলিভিশনকে বলেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল।
গত মে মাসে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গ্রিস।