রাশিয়ার হামলায় ইউক্রেনে ২০ জন নিহত : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় ২০ জন নিহত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়া এই শিল্পাঞ্চলটিকে নিজেদের অংশ দাবি করলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি। অন্যদিকে কিয়েভের দাবি, ক্রেমলিন ওই ফ্রন্টলাইনের একটি গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে হামলা করার জন্য এক লাখ সেনা জড়ো করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, দোনেৎস্ক অঞ্চলের গ্রামীণ বসতি ইয়ারোভায় রুশ বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যখন সাধারণ মানুষদের মাঝে ভরণপোষণের ভাতা বিতরণ চলছিল, ঠিক সেই সময়ে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, ২০ জনেরও বেশি নিহত হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর জানান, ২১ জন নিহত এবং সমসংখ্যক মানুষ আহত হয়েছেন।

জেলেনস্কি ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, একটি পুড়ে যাওয়া মাইক্রোবাস খেলার মাঠের পাশে পড়ে আছে। আর আশপাশে ব্যক্তিগত জিনিসপত্র, কাগজপত্র ও জুতা ছড়িয়ে আছে। তবে এএফপি জানায়, ইউক্রেনীয় কর্মকর্তারা যে ভিডিও প্রকাশ করেছেন, তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইয়ারোভা ফ্রন্টলাইন থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। যুদ্ধের আগে এই বসতিতে প্রায় ১ হাজার ৯শ’ মানুষের বসবাস ছিল।

জেলেনস্কি এই হামলার জবাবে মিত্রদের প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া প্রয়োজন। ইউরোপ থেকে প্রতিক্রিয়া প্রয়োজন। জি-২০ থেকেও প্রতিক্রিয়া প্রয়োজন। রাশিয়ার হামলায় মৃত্যু বন্ধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০