ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোকি আজ মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে সংঘাত শুরু করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন অন্যান্য দেশকেও আক্রমণ করতে পারেন।
হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নওরোকি সাংবাদিকদের বলেন, ভ্লাদিমির পুতিনের ভালো কোনো উদ্দেশ্য আছে বলে আমরা বিশ্বাস করি না।
রাশিয়ার সঙ্গে পোল্যান্ড ও ফিনল্যান্ডের সীমান্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের ফলে ন্যাটো সদস্য উভয় দেশই বিপদে পড়ে যায়।
পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির জন্য অপেক্ষায় আছি। আমরা মনে করি, ভ্লাদিমির পুতিন অন্যান্য দেশকেও আক্রমণ করতে প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন এসেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একমাত্র নেতা, যিনি পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করতে পারেন।
গত সপ্তাহে নওরোকিকে একটি সামরিক ফ্লাইপাস্টের মাধ্যমে হোয়াইট হাউসে স্বাগত জানান ট্রাম্প। এ সময় পোল্যান্ডে আরো সৈন্য পাঠানোর প্রস্তাব দেন তিনি।