ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন কর্মীকে দেশে ফিরিয়ে আনতে একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া।
বিমানটি সিউল থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজ বুধবার যাত্রা করবে বলে আশা করা হচ্ছে। পতাকাবাহী কোরিয়ান এয়ার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত হুন্ডাই-এলজি ব্যাটারি কারখানায় অভিযানের সময় মার্কিন অভিবাসন কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন কর্মীসহ ৪৭৫ জনকে আটক করে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই ঘটনাকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশব্যাপী অভিবাসন বিরোধী অভিযানের অধীনে একক স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেছেন।
৩৫০ জনেরও বেশি যাত্রী ধারণক্ষমতার একটি কোরিয়ান এয়ার বোয়িং ৭৪৭-৮আই আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় সিউল থেকে উড্ডয়নের কথা রয়েছে।
কোম্পানির একজন প্রতিনিধি এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘বিমানটি ফিরে আসার সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি’।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে শ্রমিকদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন গত সোমবার আরো আলোচনার জন্য ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
তিনি যুক্তরাষ্ট্রে তার দেশের নাগরিকদের গণহারে আটককে ‘গুরুতর পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন এবং ‘সুস্থতার সাথে’ শ্রমিকদের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
যাওয়ার আগে, চো দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের বলেছেন, আটক শ্রমিকদের পুনঃপ্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞার মতো শাস্তির সম্মুখীন না হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘একটি অস্থায়ী চুক্তি’ হয়েছে।
তিনি আরো বলেন, ‘এই ধরনের বিধিনিষেধ আরোপ ঠেকাতে আলোচনা ভালোভাবে চলছে।’
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার হওয়ার পাশাপাশি, দক্ষিণ কোরিয়া হলো এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি শীর্ষস্থানীয় স্বয়ংচালিত ও ইলেকট্রনিক্স উৎপাদনকারী দেশ, যাদের কোম্পানিগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক উৎপাদন কেন্দ্র রয়েছে।
শুল্ক আলোচনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য ওয়াশিংটনের বারবার আহ্বানেও সিউল সাড়া দিয়েছে।
অভিযানটি জর্জিয়ায় একটি ব্যাটারি সেল উৎপাদন কারখানায় চালানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানি— হুন্ডাই ও এলজি এনার্জি সলিউশন-এর মধ্যে ৪.৩ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগে ব্যাটারি সেল উৎপাদন সুবিধা তৈরির জন্য পরিচালিত হচ্ছে।