চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন আইন প্রণেতাদের একটি প্রতিনিধিদল চীন সফর করবে বলে জানা গেছে। মার্কিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি অ্যাডাম স্মিথ আইন প্রণেতাদের এই দ্বি-দলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। 

হাউস আর্মড সার্ভিসেস কমিটির  সাথে যুক্ত একজন সদস্যের বরাত দিয়ে মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য বা কর্মকর্তা এই সফর সম্পর্কে  বিস্তারিত কিছু জানাননি। 

স্মিথ এনবিসি নিউজকে বলেন, তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংলাপ জোরদার করতে চান।

তিনি আরো বলেন,  ‘চীনের সাথে কেবল কথা বলা মানে তাদের সমস্ত কাজের অনুমোদন নয়। চীন একটি বৃহৎ ও শক্তিশালী দেশ।

প্রতিনিধিদলটি চীনা নেতা সি চিন পিংয়ের সঙ্গে দেখা করবেন কি-না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

স্মিথ সশস্ত্র পরিষেবা কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট। 

এনবিসি জানিয়েছে, এর চেয়ারম্যান, রিপাবলিকান মাইক রজার্স এই সফরে অংশগ্রহণ করছেন না।

এই সফরের খবর এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য আলোচনা করছে। 

দেশ দুটি আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি বেশিরভাগ পারস্পরিক শুল্কের ওপর যুদ্ধবিরতি ১০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারীতে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় সমস্ত মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছেন।

তিনি মেক্সিকো, কানাডা ও চীনের ওপর পৃথক শুল্ক আরোপ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন মেনন-ইনুসহ ৬ জন
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরাইল ‘সবসময় মার্কিন স্বার্থে কাজ করে না’: ইসরাইল
যুক্তরাষ্ট্র থেকে দ. কোরিয়ার কর্মীদের দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত
ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ 
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সাংবাদিক মান্না রায়হানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ
১০