কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাতারে হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট হয়েছেন। 

গতকার মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি জোর দিয়ে বলেন, এক ঘনিষ্ঠ মার্কিন মিত্রের বিরুদ্ধে অন্য এক মিত্রের আক্রমণে তার কোনও ভূমিকা ছিল না।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য, ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী উপসাগরীয় রাষ্ট্রটিতে ইসরাইলি হামলার বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি।

ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় ব্যতিক্রমী ভ্রমণের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি পুরো পরিস্থিতি ও হামলা সংশ্লিষ্ট প্রতিটি বিষয়েই নিয়ে প্রচণ্ড অখুশি। পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই। তবে আজ ঘটনা যেভাবে মোড় নিল, সেটা নিয়ে আমরা খুশি না হলেও স্পষ্ট বলছি, আমরা জিম্মিদের ফেরত চাই।

আমিরাত সম্প্রতি ট্রাম্পকে তার প্রেসিডেন্ট বিমান হিসেবে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান দিয়েছে, যা একটি বড় নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, ‘ কাতারে হামলার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিল, এটি আমার সিদ্ধান্ত ছিল না।’ 

তিনি বলেন, আমি কাতারকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখি এবং দেশটিতে আক্রমণের খবর শুনে আমার খুব খারাপ লাগছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরে ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন : সালাহউদ্দিন
রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধি : ব্যবসায়ীদের কমানোর দাবি
চাঁপাইনবাবগঞ্জে বন্যাকবলিত পরিবারের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি পপির ইন্তেকাল
‘তারকা সাক্ষী’ মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের ট্রাইব্যুনালে সাক্ষ্য সোমবার
ভ্যানচালক মোস্তফার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
ইইউ প্রধান সংসদে ট্রাম্পের বাণিজ্য চুক্তি রক্ষা করবেন
১০