আকাশসীমায় ‘শত্রুতাপূর্ণ বস্তু’ ভূপাতিত করার দাবি পোল্যান্ডের

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোল্যান্ড পার্শ্ববর্তী ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ‘শত্রুতাপূর্ণ বস্তু’ গুলি করে ভূপাতিত করা হয়েছে।  

এই যুদ্ধের সময় কোনও ন্যাটো দেশের জন্য এটিই প্রথম ঘটনা।

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লা কোসিনিয়াক-কামিস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে পোলিশ বিমান অস্ত্র ব্যবহার করেছি এবং ‘ন্যাটো কমান্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছি।’

পোলিশ সীমান্ত থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) দূরে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভসহ ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলার এক বিরাট অংশ শুরু করার সময় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।

রাশিয়ার সাড়ে তিন বছরের যুদ্ধের সময় পোল্যান্ডসহ ন্যাটো সদস্যদের আকাশসীমায় রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেশ কয়েকবার প্রবেশ করেছে।  কিন্তু কোনও ন্যাটো দেশ কখনও এগুলো গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেনি।

পশ্চিমা সামরিক জোটের মূলনীতি হল— যে কোনও সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ সকলের ওপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে।

পোল্যান্ডের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড এই আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছে, তারা প্রায় এক ডজন ড্রোন ধরণের বস্তু দেখতে পেয়েছে এবং এর মধ্যে কয়েকটিকে ভূপাতিত করেছে।

সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড  আরো বলেছে, ‘এটি একটি আগ্রাসনমূলক কাজ, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি প্রকৃত হুমকি তৈরি করেছে।’

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, আক্রমণকারী বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় অভিযান চলছে।’

পোলিশ সরকার স্থানীয় সময় সকাল ৮টায় (০৬০০ জিএমটি) মন্ত্রিসভার বৈঠক ডেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুতিন ‘পশ্চিমা বিশ্বকে’ পরীক্ষা করছেন : কিয়েভ
অস্ট্রেলিয়ায় কোয়ালার ক্ল্যামিডিয়া টিকার অনুমোদন
ইসরাইল ‘সবসময় মার্কিন স্বার্থে কাজ করে না’: ইসরাইলি দূত
বিগত দিনে ভিন্নমতের সাংবাদিকরা ছিল বঞ্চিত: এম আবদুল্লাহ
নাটোরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
চাঁদপুরে যান চলাচলের নিয়ম না মেনে চালকদের বিক্ষোভ, যাত্রীদের চরম ভোগান্তি
কাতারে ইসরাইলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের
এনআইডি হারালে জিডি করতে হবে না
কারাগারে থাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের প্রথম রাত্রিযাপন
বগুড়ার গাবতলীতে দরিদ্র নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন
১০